মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন

১২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩৬ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন : বিএইচ হারুন

১২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৩৬ কিলোমিটার সড়ক উদ্বোধন করলেন : বিএইচ হারুন

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর-কাঁঠালিয়া-আমুয়া ও পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের সমাপ্তকৃত সড়কের উদ্ধোধন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সদস্য ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এম.পি।

শনিবার (১৮মার্চ) দুপুর ১২ টায় রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড় এলাকায় ফলক উম্মচন ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় ১২৫ কোটি টাকা ব্যায়ে প্রায় ৩৬ কিলোমিটার সড়কের সমাপ্তকৃত কাজের শুভ উদ্বোধন করা হয়।

এ সময় জেলা আ’লীগ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, মহিলা ভাইস চেয়ারম্যন ও উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আফরোজা আক্তার লাইজু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খলিফা, চন্দ্র শেখর হালদার, উপজেলা আ’লীগ নেতা নুর হোসেন মাষ্টার, জয়রাম তেওয়ারি, কৃষকলীগ নেতা আবু ছালেক, সেচ্ছাসেবকলীগ নেতা জুলফিকার আলী, এম.পি পুত্র নাহিয়ান হারুন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana