শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন

কাঠালিয়ায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বাঁধা, পুলিশের লাঠিচার্জ ও ইট পাটকেল নিক্ষেপ, আহত-৪

কাঠালিয়ায় শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে বাঁধা, পুলিশের লাঠিচার্জ ও ইট পাটকেল নিক্ষেপ, আহত-৪

বার্তা ডেস্ক:

ঝালকাঠির কাঠালিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে বাঁধা, পুলিশের লাঠিচার্জ ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। ‘কমপ্লিট সার্টডাউন’ কর্মসূচির অংশ হিসবে কাঠালিয়ায় আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদ চত্ত¡র ঘূরে বাসষ্ট্যান্ড গোল চত্ত¡র সড়কে অবস্থান নেয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতা জোর করে অবস্থানকারীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা ও সংঘর্ষের রূপ নেয়।

এসময় পুলিশ শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে আন্দোলনকারীরাও বিপরীত দিক থেকে এলোপাথারী ইট পাটকেল নিক্ষেপ করে। এতে দুই নারী শিক্ষার্থীসহ ৪জন আহত হয়। এ ঘটনায় মূহুর্তের মধ্যে বাসষ্ট্যান্ড এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায় এবং আতংক বিরাজ করে।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দীন সরকারের অনুরোধে শিক্ষার্থীরা সড়কের অবস্থান থেকে সরে যায়।

‘কমপ্লিট সার্টডাউন’ এর কারণে দূরপাল্লার পরিবহনসহ আন্তঃরুটের কোন বাস ও যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana