শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় তম্ময় বেপারী (৩৫) নামে স্কুল শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শনিবার সকাল ১১টার দিকে বরিশালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে। জ্বর-সর্দি ও ডায়রিয়ার লক্ষণে আক্রান্ত হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেন এবং ৩১মার্চ করোনা টেষ্টে রেজাল্ট পজেটিভ আসে।
তম্ময় বেপারী উপজেলার নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং চেঁচরী রামপুর ইউনিয়নের রামপুর গ্রামের দিলিপ বেপারীর ছেলে।
নেয়ামতপুরা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র তালুকদার শিক্ষক তম্ময় বেপারী করোনায় মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, গত ২০ মার্চ বিদ্যালযের পার্শ্ববর্তী মিরুখালী ক্লিলিক থেকে তিনি করোনা টীকা নেন। পরের দিন ২১মার্চ জ্বর হলে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র চিকিৎসা নেন এবং ৩১মার্চ তারিখ টেষ্টে তার করোনা পজেটিভ ধরা পড়ে।
তরুণ শিক্ষক তম্ময়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শিক্ষক তম্ময় বেপারীর বিদ্যালয়ের সহকর্মীরা এবং নিজ গ্রামের লোকজন জানান, তম্ময় বেপারী অত্যন্ত বিনয়ী স্বভাবের ছিলেন৷ ছোট বড় সবাইর সাথে সে হাসিমূখে কথা বলতেন। তার এ অকাল মৃত্যু বিদ্যালযের সহকর্মী, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর মেনে নিতে কষ্ট হচ্ছে।