রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

চেয়ার বেয়ে উঠে পুলিশ কর্মকর্তার আঙুলে সাপের কামড়

চেয়ার বেয়ে উঠে পুলিশ কর্মকর্তার আঙুলে সাপের কামড়

সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃ’ত্যু

অনলাইন ডেস্ক:

দিনাজপুরের বিরামপুর থানার এসআই আব্দুর রশীদ সর্প দংশনে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার চেয়ার বেয়ে উঠে পুলিশ কর্মকর্তার আঙুলে কামড় দেয় একটি সাপ।

জানা গেছে, শুক্রবার সকালে এসআই আব্দুর রশীদ টহল কাজে বিজুল ডাঙ্গা এলাকায় যান। সাড়ে ১০টার দিকে তিনি গাড়ি থেকে নেমে চেয়ারে বসেছিলেন। এ সময় চেয়ার বেয়ে একটি সাপ উপরে উঠে তার বাম হাতের আঙুলে দংশন করে। তার সঙ্গী পুলিশরা তাকে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাকে কি ধরনের সাপ দংশন করেছে তা কেউ বলতে পারেননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহরিয়ার পারভেজ জানান, আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার প্রয়োজনীয় পরীক্ষা করানো হচ্ছে।

থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana