বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে নারিকেল গাছ থেকে ডাব পারার সময় বিদ্যুৎস্পৃষ্টে মহিদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নারিকেলবাড়িয়া গ্রামের আব্দুল সাত্তার এর ছেলে। তিনি পেশায় একজন ডাব বিক্রেতা। রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ডাব পাড়তে গাছে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় নিহতের লাশ রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।