শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় হেলিকপ্টারে করে বউ আনলেন সুমন তালুকদার। নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আশা হেলিকপ্টারটি আজ বুধবার বেলা ১২টার দিকে উপজেলার চেঁচরীরামপুর এমএল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নতুন বউ নিয়ে হেলিকপ্টারটি অবতরণ করে। এসময় উৎসুকজনতা এক নজর দেখতে মাঠের পাশে ভীর জমায়। সুমন তালুকদার চেঁচরীরামপুর ইউনিয়নের পশ্চিম চেঁচরী গ্রামের ইমাম হাজী তালুকদার এর বড় ছেলে এবং বেসরকারি প্রতিষ্ঠান ব্রাকে চাকরি করেন।
জানাজায়, সুমন তালুকদারের সাথে ২০২২ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজারার কামাল ভুঁইয়ায় কন্যা মাহেরা আক্তার রিয়ার সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ঢাকায় বসবাস করতেন। মাহেরা আক্তার রিয়া শেখ হাসিনা মেডিকেল কলেজের শিক্ষার্থী। তাদের ইচ্ছে ছিলো হেলিকপ্টারে করে বাড়িতে বউ নিয়ে আসবেন। তাই তাদের ইচ্ছে পূরণের জন্য হেলিকপ্টারে করেই বউ নিয়ে এসেছে বলে জানান সুমনের পিতা।