শনিবার, ০৩ Jun ২০২৩, ০৮:৪৬ অপরাহ্ন

রাজাপুরে স্বপ্নের ঠিকানা পেল ৩৩৩ পরিবার

রাজাপুরে স্বপ্নের ঠিকানা পেল ৩৩৩ পরিবার

সাইদুল ইসলাম, রাজাপুর থেকে:

ঝালকাঠির রাজাপুরে মুজিববর্ষ উপলক্ষে গৃহ ও ভূমিহীন তিনশ তেত্রিশটি পরিবার উপহার পেয়েছেন প্রধানমন্ত্রীর দেওয়া জমি ও ঘর।

শনিবার (২৩ জানুয়ারী) সারাদেশের সাথে একযোগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সাথে একযোগে রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে একান্নটি সুবিধাভোগী পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, উপজেলায় মোট তিনশ তেত্রিশটি পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর দেওয়া এই উপহার। এর মধ্যে আজ উপজেলার গালুয়া ইউনিয়নের একত্রিশটি, মঠবাড়ি ইউনিয়নের চোদ্দটিটি ও সাতুরিয়া ইউনিয়নের ছয়টি ঘর ও জমির দলিল সুবিধাভোগী পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাকী ঘরের নির্মাণ কাজ চলামান রয়েছে। যা পর্যায়ক্রমে তালিকাভুক্তো সুবিধাভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana