ঝালকাঠির রাজাপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ শিকার করার অপরাধে এক জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার ১০ অক্টোবর দুপুর আড়াইটায় রাজাপুর উপজেলার বাদুরতলা সংলগ্ন বিষখালী নদীতে অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোক্তার হোসেন।
দণ্ডপ্রাপ্ত হলো পার্শ্ববর্তী নলছিটি উপজেলার নলবুনিয়া এলাকার মৃত আব্দুল হামেদ সিকদারের ছেলে আব্দুল মান্নান সিকদার (৫৯)। এ সময় ২০ হাজার মিটার জল জব্দ করে আগুনে পুরিয়ে ফেলা হয় ও ২০ কেজি ইলিশ মাছ উদ্ধার করে স্থানীয় ৩টি এতিমখানায় বিতরণ করেন উপজেলা প্রশাসন।
নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ 01774937755 অথবা ই-মেইল: kathaliabarta.com