শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন
ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান হাওলাদারের প্রচার মাইক ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে নৌকা প্রতীকের কর্মীদের বিরুদ্ধে।
বুধবার সন্ধ্যায় দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। এর সুষ্ঠু বিচার চেয়ে আজ বৃহস্পতিবার নিজের বাড়িতে সংবাদ সম্মেন করেছেন ওই বিদ্রোহী প্রার্থী।
সংবাদ সম্মেলনে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেন, নলছিটি উপজেলার দপিদপিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের কর্মীরা জিরোপয়েন্ট এলাকায় তাঁর প্রচার মাইক ভাঙচুর করে।
এছাড়াও নৌকা প্রতীকের প্রার্থী ও তাঁর সমর্থকরা তাকে নির্বাচনী প্রচার কাজে বাধা দেওয়াসহ নানা হুমকি প্রদান করে আসছে।
বর্তমানে তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। এ ঘটনার বিচার ও নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনের প্রতি আহŸান জানান তিনি।