বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
চতুর্থ গণবিজ্ঞপ্তি: চূড়ান্ত সুপারিশ পেলেন ২৭ হাজার ৭৪ প্রার্থী রাজাপুরে কর্দমাক্ত কাচা রাস্তা পাকা করণের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন কাঠালিয়ায় বীরমুক্তিযোদ্ধাদের সাথে ইউএনওর মতবিনিময় কাঠালিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাঁ’শ উদ্ধার কাঠালিয়া উপজেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক কাঠালিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প কাঠালিয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবসে র‌্যালী ও আলোচনা সভা কাঠালিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও এর মতবিনিময় কাঠালিয়ায় সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা ঝালকাঠিতে ১৩ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত
ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

ঝালকাঠিতে বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালিত

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে বিএনপির কেন্দ্র ঘোষিত গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবিতে ঝালকাঠি জেলা বিএনপি বুধবার দুপুর ১২টায় শহরের আমতলা সড়কের দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মো. সৈয়দ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্যসচিব এ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও ২০০৮ সংসদ নির্বাচনে রাজাপুর-কাঠালিয়ার বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ আহম্মেদ, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের সদস্যসচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু সহ জেলাধীন সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, অগণতান্ত্রিক ভোট চোর সরকার গণতন্ত্রকে কুক্ষিগত করে রেখেছে। ১৯৭৫ সালে বর্তমান প্রধানমন্ত্রীর বাবা স্বাধীন বাংলাদেশে প্রথম গণতন্ত্র হত্যা করেছিল। সেই ধারাবাহিকতা এখনো চলমান। তাদের হাত থেকে গণতন্ত্রকে মুক্ত করতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানকে মুক্ত করতে হবে। ১০ দফা দাবি আদায়ের আন্দোলনে সবাইকে একযোগে রাজপথে থাকার আহবান জানান বক্তারা।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana