শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
পুস্পার্ঘ অর্পন, কেক কাটা ও আলোচনা সভা সহ নানা আয়োজনে মধ্য দিয়ে ঝালকাঠিতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুুুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ সোমবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন। পরে কালেক্টরেট কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জোহর আলী ।
এদিকে সকালে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে কেক কেটে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রকৌশলী আবু হানিফ, কাউন্সিলর আবদুর কুদ্দুস সহ পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।