মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
সামাজিক সংগঠন ইয়াং বাংলা ছাত্র ফ্রন্টের উদ্যোগে বৃহস্পতিবার (১৯আগষ্ট) বিকালে ঝালকাঠি থেকে ঢাকাগামী সুন্দরবন ১২ লঞ্চে যাত্রীদের মধ্যে মাস্ক ও করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে অনন্যদের মধ্যে বক্তব্য দেন, ঝালকাঠি সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজ ও সংগঠনের আহবায়ক আসিফ আল ইমরান।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজিলা তানজু, বরিশাল বি.এম কলেজের শিক্ষার্থী মোঃতৌহিদ হোসনে,শুভ,শাওন,সোহেল,ইমন,আবির,
সরকারের একার পক্ষে এই প্যানডেমিক অবস্থা থেকে উত্তরণ অসম্ভব। তাই আমরা ইয়াং বাংলা ছাত্র ফ্রন্ট ঢাকাগামী যাত্রীদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ সহ জনসচেতনতা বৃদ্ধির চেষ্টা করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা এই করোনাকালীন সময়ে, এক হাজার দুস্থ মানুষের মাঝে খাবার বিতরন সহ নগদ অর্থ সহযোগিতা করেছি।এছাড়া মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করেছি। শিক্ষার্থীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছি।