বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:০২ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়ায় ৩৩৩ নম্বারে কল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রীর খাদ্যসহায়তা পেলেন ১৪ পরিবার। বৃহস্পতিবার উপজেলা ৫নং শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন।
এসময় ইউপি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, কচুয়া ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য এইচ এম নাসির উদ্দিন আকাশ, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ আব্দুল কাইয়ুম, ৫ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দুলাল শরীফ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সেলিম তালুকদার, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম ও ৯নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ মাছুম বিল্লাহসহ মহল্লাদার ও দফাদারবৃন্দরা উপস্থিত ছিলেন। ৩৩৩ নম্বারে কল দিয়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী পেয়ে তারা মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।