বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ শনিবার বিকেলে স্বজন সমাবেশের উদ্যোগে স্থানীয় হালিমা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটের হল রুমে কাঠালিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন।
অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সহসভাপতি মো, সরোয়ার হোসেন সিকদার ও মাওলানা খাইরুল আমিন ছগির, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দীন আকাশ, সৈনিক ক্লাবের দপ্তর সম্পাদক মো, আসলাম হোসেন, মোহনা টিভির উপজেলা প্রতিনিধি মো. মাছুম বিল্লাহ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি মো. মাছুম বিল্লাহ জুয়েল, ব্যবসায়ী মো. সহিদুল ইসলাম, স্বজন সমাবেশ কাঠালিয়া শাখার প্রচার সম্পাদক মো. সোলায়মান হোসেন, শিক্ষার্থী সিফাত হোসেন, মো. আল মামুন ও বাপ্পি প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই যমুনা গ্রæপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম এর স্মরণে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা যুগান্তরের স্বপ্নদ্রষ্টার আদর্শ ও কর্মযজ্ঞ নিয়ে আলোচনা করেন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাওলানা মো. জাকির হোসেন।