মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৯ অপরাহ্ন
কলেজ অধ্যক্ষ একেএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক ও মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ফাতিমা খানম।
বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক (প্যান) বরিশাল অঞ্চলের কো-অডিনেটর কাঠালিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক ফারুক হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও পিস এ্যাম্বেসেডর ওয়ার্ক নির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন অপু, দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ বরিশাল অঞ্চলের ফিল্ড কো-অডিনেটর মো.মোজাম্মেল হক ও দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ঝালকাঠির কো-অডিনেটর মো.জাকির হোসেন দুলাল।
বক্তব্য রাখেন শৌলজালিয়া ইউনিয়ন যুব লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন তফাজ্জল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ও পিএফজি সদস্য মো.মেহেদী হাসান মামুন, ইয়ুথ লিডার তাসনিম আহম্মেদ তুর্জ, সাদিয়া আক্তার ও সানজিদা আক্তার প্রমূখ।