মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে জমিসহ সেমিপাকা ঘর নির্মান বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
এসময় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান মো. রবিউল ইসলাম কবির সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম, শিশির দাস, মো. কামরুজ্জামান লিটন নকিব, অধ্যাপক মো. আবদুল হালিম প্রমূখ। ২য় ধাপে ৩২৮ জন গৃহহীনকে জমিসহ সেমিপাকা ঘর দেওয়া হবে। সভায় চুড়ান্ত তালিকাও প্রকাশ করার সিদ্ধান্ত নেয়া হয়।