বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন
কাঠালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে রবিবার বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুস্পস্তাবক অর্পন, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরন।
এতে উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান উজির সিকদার।
বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম হারুন অর রশিদ, উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন প্রমূখ। থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় এর সভাপতিত্বে কাঠালিয়া থানায় বিকেল ৩ টায় ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসুচি পালন করেছে।