রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

শেষ খেয়া : কবি মানস বিশ্বাস নিরব

শেষ খেয়া : কবি মানস বিশ্বাস নিরব

শেষ খেয়া

কবি মানস বিশ্বাস নিরব

ভুলে  কি গেছো প্রিয়!স্মৃতি  কুড়ানো বসন্তের  কথা।
নাকি,শত অভিমানে  লুকিয়ে  রেখেছো মনের ব্যথা।
মনে কি পড়ে না তোমার! অতীতের কোন সময়ে কথা?
কত বর্ষায় ভিজেছিনু দুজনে, স্মৃতিতে আজও তা  রয়েছে গাঁথা।

ভুলে কি গেছো,তোমারি প্রিয়  শরৎ বিকালের কথা।

আমারি হাতে রেখে হাত,  বলছিলে, তুমি কতনা কথা ;
আজ কোন নিয়তি কিসের  বলে করেছে তোমায়  পাষাণ।
বিচ্ছেদ কি তোমার নিয়তির বিচারের শ্রেষ্ঠ সমাধান?
শেষ খেয়ারি  যাত্রী,  আমি, আর তো সময় বেশি  নাই।
খোদাই দিয়েছে ডাক,  এই; পার্থিব  ছাড়তে হবে, তাই
মগ্ন তুমি আজ, আছো হয়তো  কোন সুখের লালসায়!
সুখে থেকো,  প্রিয়; অন্য কারো বুকে, বড় অট্টালিকায়।
লেখক পরিচিতিঃ
কবি মানস বিশ্বাস খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২০০০ সালে ১৪ এপ্রিল মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। তার পিতৃনিবাস খুলনা জেলার ডুমুরিয়ায় উপজেলায়। ২০১১ সালে পূর্ব -পাতিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেনি পাশ করেন। পরবর্তীকালে ঝালকাঠি জেলার রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়  ২০১৭ সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে এস এসসি পাশ করেন। সরকারি বঙ্গবন্ধু কলেজ খুলনা ২০১৯ সালে বিজ্ঞান
বিভগ থেকে জিপিএ ৫ পেয়ে এইচ এসসি পাশ করেন।
পঠিয়েছেন মো. নাঈম ঝালকাঠি থেকে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana