বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে নেশার টাকা না দেওয়ায় আব্দুস সোবাহান (৬৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে তার মাদকাসক্ত ছেলে জুয়েল (২৫)। মঙ্গলবার (১৯ আগস্ট) ভোররাত সোয়া ৪টার দিকে উপজেলার বৈশাখিয়া চৌমাথা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্দুস সোবাহানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আব্দুস সোবাহান বৈশাখিয়া চৌমাথা বাজারে একটি রেস্টুরেন্ট ব্যবসা পরিচালনা করেন। তার বাড়ি ওই বাজারসংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জুয়েল নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে খারাপ ব্যবহার করত। সোমবার সন্ধ্যায় সে বাবার কাছে টাকা চাইলে না দেওয়ায় বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। এতে ক্ষিপ্ত হয়ে জুয়েল বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতভর বাইরে কাটানোর পর মঙ্গলবার ভোরে ফজরের নামাজের সময় বাবার কাছে ফের টাকা দাবি করে। টাকা না পেয়ে সে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে বাবাকে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। ঘটনার পরপরই জুয়েল পালিয়ে যায়।
বৈশাখিয়া চৌমাথা বাজার কমিটির সভাপতি মো. খোকন খন্দকার জানান, মাদকাসক্ত জুয়েল পূর্বেও একাধিকবার টাকার জন্য বাবাকে মারধর করেছে। এ নিয়ে ব্যবসায়ী সোবাহান তার কাছে অভিযোগ করেছিলেন। স্থানীয়ভাবে শাসানো ও পুলিশি ভয়ভীতি দেখিয়েও তাকে নিয়ন্ত্রণে আনা যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, “এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”