৭৫ বছর ধরে ফিলিস্তিনের অশান্তি মুসলমানের উপর ধর্মের উপর জান মালের উপর দেশের উপর এত অত্যাচার নির্যাতন আর ভালো লাগেনা।
যদি আপনাদের অন্যায় অত্যাচার নির্যাতন ভালো লাগে বিশ্ব মুসলিমকে বলে দিন জানিয়ে দিন আমরা মুসলমানের সাথে যুদ্ধ করব লড়বো ধ্বংস করবো ঝামেলা একবার মিটে যাক। আমরা মুসলিম চাই না দুকেদুকে মরি আমরা একবার মরতে চাই ,বারে বারে মুসলমান মরে না। মুখে মুখে মিস অন্তরে বিষ আর সহ্য হয় না অতি তাড়াতাড়ি সমঝোতা আসেন। যার যে ধর্ম কর্ম করেন সবাই শান্তিতে থাকেন স্রষ্টাকে স্মরণ করেন।
আমি বাংলার কবি বিশ্বের শান্তি চাই, ঐক্য চাই, সংঘাত চাই না ,দেশ দেশ বন্ধু হতে চাই ,সমঝোতা চাই।
বললেন: বাংলার জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী
প্রতিষ্ঠাতা, চিশতিয়া দরবার শরীফ তথা বিশ্ব ফকির মঞ্জিল
কাঁঠালিয়া সদর বাইপাস,কাঠালিয়া – ঝালকাঠি।
ঢাকা – বাংলাদেশ।