মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

অশরীরী আত্নারা

অশরীরী আত্নারা

অশরীরী আত্নারা

অশরীরী আত্নারা

রাজু হাওলাদার

মাঝরাতে ঘুম থেকে জেগে উঠি;
দুঃস্বপ্নেরা উকিঁ মারে; জানালার শিকে
শান্ত পায়ে নিঃশব্দে হাটিঁ
চারপাশে অন্ধকারের অশরীরী আত্নারা কেদেঁ উঠে;
আমি হাসি, নরম অন্ধকারের বুক চিড়ে;
বছর বারো আগে ট্রেনে কাটাঁ পড়ে মরে যাওয়া
বিভৎস সেই শেফালির লাশটা;
যার মগজ ঠুকরে খেয়েছিলো দুটো দাড়ঁকাক।
কিংবা লঞ্চ ডুবিতে মৃত আফরোজার
লাল শাড়ির সেই মায়াবী ভাঁজে
আবার ঘুমের মতো ঝিমুনি আসে।
দেখা সব পৃথিবীর মানুষের থেকে
অদৃশ্যের, অন্তরালে চলে যাওয়া
অশরীরী আত্নারা আমাকে বেশি টানে।
(উৎসর্গঃ সোনিয়া শায়লাকে)

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana