মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে প্রাণ গেল কাঠালিয়ার স্কুল ছাত্রী জিবুর

শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে প্রাণ গেল কাঠালিয়ার স্কুল ছাত্রী জিবুর

শীতালক্ষ্যায় লঞ্চ ডুবিতে প্রাণ গেল জিবু আক্তার (১০) নামে এক স্কুল ছাত্রীর। জিবু কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের মো. তোফাজ্জেল হাওলাদারের মেয়ে ও ৭৪ নং দক্ষিণ পূর্ব চেঁচরী জমাদ্দার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, জিবুর বড় বোন লিপি নারায়নগঞ্জে ও অপর এক বোন তামান্না মুন্সীগঞ্জে থাকে। কিছু দিন পূর্বে জিবু তার বড় বোন লিপির সাথে নারায়নগঞ্জের বাসায় বেড়াতে যায়। লকডাউনের কথা শুনে লিপির বোন তামান্না ও দুলাভাই খাইরুলের সাথে রোববার নারায়নগঞ্জ থেকে সাবিত আল হাসান লঞ্চে মুন্সীগঞ্জে যাচ্ছিল। পরে লঞ্চটি দুর্ঘটনার কবলে পরে তলিয়ে যায়।

বোন তামান্না ও দুলাভাই খাইরুল আহত অবস্থায় সাঁতরে তীরে আসতে সাক্ষম হলেও নিখোঁজ থাকে জিবু। পরে তামান্না ও খাইরুল হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার লঞ্চটি উদ্ধার করা হলে লঞ্চের ভিতর থেকে জিবুর নিথরদেহ বেড় করে আনা হয়। এ ঘটনায় জিবুর বাড়িতে চলছে শোকের মাতম।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana