মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে অবৈধভাবে যৌন উত্তেজক ঔষধ তৈরির সহযোগীতা করায় দুই যুবক’কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার পশ্চিম চাড়াখালী এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. মোক্তার হোসেন এ দণ্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বড় কৈবর্তখালী গ্রামের মো. আসফাক আহম্মেদ তানভিরের দুই ছেলে সানারুল্লাহ (২৪) ও নাছরুল্লাহ (২০)।
জানাগেছে, পশ্চিম চাড়াখালী আজিজিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক অবৈধ ভাবে যৌন উত্তোজক ঔষধ তৈরি করে বাজারজাত করে আসছিলেন।
খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনার সত্যতা পায়। এ সময় তার দুই সহযোগীকে অর্থদন্ড প্রদান করেন। অধ্যক্ষ মুহাম্মদ সাইফুল হক পলাতক রয়েছে।