মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পূর্বাহ্ন
রাজাপুর প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে বিষপান করে মারুফা বেগম (৩০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু উপজেলার বাজার এলাকার হোমিও ডাক্তার আব্দুর রহিম এর স্ত্রী।
তাদের সংসারে দু’টি কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে।
জানা যায়, উপজেলার বাজার রোড এলাকায় নিজ বাসায় আব্দুর রহিম তার স্ত্রী মারুফাকে নিয়ে বসবাস করতো।
বুধবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর সকাল সাড়ে ৬টার দিকে গৃহবধু মারফা রাগে ক্ষোভে বিষপান করে।
এ অবস্থা দেখে পরিবারের অন্য লোকজন উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে রাজাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।