শনিবার, ০৩ Jun ২০২৩, ০১:১৫ অপরাহ্ন

রাজাপুরে ও নলছিটি ভূমিহীন মুক্ত ঘোষণা

রাজাপুরে ও নলছিটি ভূমিহীন মুক্ত ঘোষণা

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলায় চতুর্থ পর্যায়ে ১৪১ ও নলছিটি উপজেলায় চতুর্থ পর্যায়ে ১৪৮টি মোট ২৮৯টি পরিবারকে জমিসহ ঘর প্রদানের মধ্যে দিয়ে দুই উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (২২মার্চ) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ১৫৯ টি উপজেলার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঝালকাঠির নলছিটি এবং রাজাপুকেও ভূমিহীন মুক্ত ঘোষনা করেন। নলছিটি উপজেলায় জমিসহ ৫৮৫টি রাজাপুর উপজেলায় জমিসহ ৫৯১টি দুই উপজেলায় সর্বমোট ১১৭৬জনকে ঘর দেয়া হয়েছে৷

এ উপলক্ষে রাজাপুর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খানের সভাপতিত্বে অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসন লতিফা জান্নাত, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু ও জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিস্ট্রট খন্দকার ফারজানা নাজনীন সেতু সহ সুধীজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana