শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
বরগুনার বেতাগী সরকারি কলেজের নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে অধ্যাপক আবদুল ওয়ালিদ যোগদান করেছেন।
জানা গেছে, দেশের বিভিন্ন সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ২৪ টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও ১৬টি সরকারি কলেজে নতুন উপাধ্যক্ষ দেওয়া হয়েছে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা এসব পদে পদায়ন পেয়েছেন।
ওই প্রজ্ঞাপনের ২৪ টি সরকারি কলেজের তালিকায় বেতাগী সরকারি কলেজে অধ্যক্ষ মো. নূরুল আমিনকে পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে স্থানান্তরিত হয়েছে।
গত ৮ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আলাদা আলাদা প্রজ্ঞাপনে এসব কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষ পদে পদায়নের তথ্য জানা গেছে।
এদিকে বেতাগী সরকারি কলেজের জ্যেষ্ঠতার ভিত্তিতে শিক্ষা মন্ত্রনালয়ের বিধি অনুযায়ী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল ওয়ালিদকে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫ টায় দায়িত্বভার বুঝিয়ে সদ্য বিদায়ী অধ্যক্ষ মো. নূরুল আমিন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল ওয়ালিদ। ১৯৬৫ সালের ২৫ মে ঝালকাঠী জেলার কাঠাঁলিয়া উপজেলার আওড়াবুনিয়া গ্রামে জন্মগ্রহন করেন।
১৯৮০ সালে আওড়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, খুলনা ব্রজলাল কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে স্নাতক (সন্মান) ও স্নাতকোত্তর লাভ করেন। এর ৮ আগস্ট ১৯৯০ সালে বেতাগী সরকারি কলেজে যোগদান করেন।
এছাড়া বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর নৌ শাখার কম্পানী কমান্ডার লেফটেন্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।