মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২১ পূর্বাহ্ন
বাংলার জনগণের প্রতি এক উধার্থ আহবান
আসসালামু আলাইকুম , ঐক্য – শান্তি – মুক্তি চাই
আসছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন জনগণ সকল শক্তির উৎস।সে চিন্তা করে আমাদের ঐক্য হয়ে সঠিক চিন্তা চেতনার মাধ্যমে নির্বাচন ব্যাপারে চিন্তা করতে হবে।যাহাতে স্বাধীনতা দেশের কাঠামো ঠিক থাকে ইত্যাদি ব্যাপারে ও চিন্তা করে জনগণের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সঠিক চিন্তার মাধ্যমে যে দল ধারা দেশের শান্তি পাবে জনগণ শান্তিতে থাকতে পারবে। দেশের উন্নয়ন বজায় থাকবে।
অপশক্তির কাছে থেকে দেশ জাতি সরকার মুক্তি হতে পারে তাদের কে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশের স্বাধীনতা বজায় রাখি। সকল অপশক্তি দূর করি, অপশক্তির হাতে থেকে মুক্তি হই।
সোনার বাংলা সোনায় পরিনত করি। বিশ্বের দরবারে উন্নত দেশে বলে পরিচিত হই।
বললেন: বাংলার শান বাংলার মান জাগ্রত কবি মোঃ শাহ্ জামান চিশতী