শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব মল্লিক(৩০) নামের এক যুবককে আটক করেছে নলছিটি থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুন) সকালে নলছিটি পৌর এলাকার মল্লিকপুর থেকে তাকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজমুল হাসানের নেতৃত্ব নলছিটি থানা পুলিশের একটি টীম তাকে আটক করে।
এসময় তার কাছ থেকে ৩৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় । রাজিব মল্লিকের বাড়ী উপজেলার কুলকাঠি ইউনিয়নে তার বাবার নাম নুর হোসেন মল্লিক।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, আটককৃত রাজিবের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে ।