মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
নলছিটি প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় মতিন বয়াতি (৪৫) নিহত হয়েছেন। নিহত মতিন বয়াতি উপজেলার রানাপাশা ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) রাতে বরিশাল কুয়াকাটা মহাসড়কের তুর্য ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, মতিন বয়াতির মোটরসাইকেল এর সাথে রাস্তার পাশে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মতিন বয়াতির মৃত্যু হয়।
নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার জানান , এ ঘটনায় এখন পযন্ত কোন অভিযোগ আসেনি। নিহত মতিন বয়াতির লাশ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।