বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন
নলছিটি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে পর্নগ্রাফি মামলায় কবির মিনা(৩০) নামের এক যুবককে আটক করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায় উপজেলার নাচনমহল ইউনিয়নের এক গৃহবধুর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে কবির হোসেন ছড়িয়ে দেন।
পরবর্তীতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে নলছিটি থানায় বুধবার সন্ধ্যায়(৭এপ্রিল) পর্নগ্রাফি আইনে একটি মামলা দায়ের করলে, নলছিটি থানা পুলিশ অভিযান চালিয়ে কবিরকে তার নিজ এলাকা থেকে আটক করে। তার বাড়ী উপজেলার নাচনমহল ইউনিয়নের পশ্চিম সেওতা গ্রামে এবং তার বাবার নাম আবদুর রশিদ মিনা। এ ব্যাপারে জানতে চাইলে নলছিটি থানা অফিসার(তদন্ত) এইচএম মাহমুদ বলেন,মামলার একমাত্র আসামী কবির মিনাকে বৃহস্পতিবার(৮এপ্রিল) আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।