শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৭ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
নলছিটিতে অবৈধ বালু উত্তোলন করার অপরাধে ২ জনকে ৮০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
( ৫ জুলাই) সোমবার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের সরই এলাকায় অবৈধ ভাবে বালু ভরাট করতে এলে ড্রেজারটি আটক করেন সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহম্মদ সাখাওয়াত হোসেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু ভরাটের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় মিঠু ও সিরাজ নামে ২জনকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি সাংবাদিকদের বলেন তারা আর এই ধরনের কাজ করবে না বলে মুচলেকা দিয়েছেন। প্রশাসন’র কঠোর নজরদারির ফলে এই উপজেলায় অবৈধ ভাবে বালু ভরাট অনেকটাই কমে এসেছে। প্রশাসন খবর পেলেই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করে। অবৈধ ভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান চলোমান থাকবে।