বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘন্টায় ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৩২৪ জন

দেশে গত ২৪ ঘন্টায় ২১২ জনের মৃত্যু, শনাক্ত ১১ হাজার ৩২৪ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২১২ জনের মৃত্যু হয়েছে।  একই সময় এ ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।

আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৯৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় ২১২ জনের মৃত্যু নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪ জন আর আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৫৪৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত এক দিনে আরটি–পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৬১৩টি সক্রিয় ল্যাবে ৩৬ হাজার ৫৮৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে করোনাভাইরাস পজিটিভ আসে ১১ হাজার ৩২৪টি। নমুনা পরীক্ষার অনুপাতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত শনাক্তের হার ৩০ দশমিক ৯৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ৩১ দশমিক ৬২ শতাংশ।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana