শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কাঠীপাড়া বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের উদ্ধোধন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোক্তাতার হোসেনের (২৮এপ্রিল) বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে কাঠীপাড়া বধ্যভূমিতে বীর শহীদদের স্মরণে স্মৃতি সৌধ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
এ সময় সহকারি কমিশনার ভূমি অনুজা মন্ডল ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম নান্নুসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ১৯৭১ সালে এ বধ্যভূমিতে গণহত্যা, লুটসহ পাকবাহিনীর নির্মম নির্যাতন চালায়। কিন্তু দীর্ঘদিন ধরে এ বধ্যভূমিটি অযন্তে অবহেলায় অরক্ষিত পড়ে ছিল।
একাত্তরের স্মৃতি আর শোক গাঁথা এসব বধ্যভূমিগুলো কালের গর্ভে হারাতে বসেছিলো। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন কাঠীপাড়া বধ্যভূমি রক্ষার উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের লোকজন স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।