শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৩৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে ঝালকাঠি জেলা পুলিশ। সড়ক আর দোকানপাঠে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারনা।
মঙ্গলবার সকালে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে ঝালকাঠি জেলা পুলিশ জেলা শহরের বিভিন্ন স্থানে প্রচারনায় নামে। এসময় পথচারীদের মাক্স পড়া, অপ্রোয়েজনে ঘর থেকে বের না হওয়াসহ বিভিন্ন রকম সচতেনতায় প্রচারনা চালায়। এছাড়া দোকানপাঠ বন্ধ রাখতে কঠোর হুশিয়ারী করেন পুলিশ সুপার।
প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩১জন।