মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ০৪:৩৪ অপরাহ্ন

ঝালকাঠিতে মোবাইলে গান দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগে নানীর মামলা

ঝালকাঠিতে মোবাইলে গান দেখিয়ে শিশুকে যৌন হয়রানির অভিযোগে নানীর মামলা

ঝালকাঠি প্রতিনিধিঃ

৪বছরের শিশুকে গান দেখিয়ে যৌন হয়রানির অভিযোগে ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের নানি।

এ মামলায় একমাত্র আসামী করা হয় সদর উপজেলার মির্জাপুর গ্রামের প্রতিবেশী শাহিনুর হাওলাদারের পুত্র শাওন হাওলাদার (২৫) কে।

ঝালকাঠি সদর থানার এজাহার সূত্রে জানাগেছে, ৪বছর বয়সী নাতনিকে কয়েকদিন পূর্বে বেড়ানোর জন্য নিয়ে আসেন মামলার বাদী কহিনুর বেগম।

গত ২জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাওন ঘরে ঢুকে খাটে শুইয়ে মোবাইলে গান শুনতে থাকে। এসময় নাতনীও তার কাছে গিয়ে গান শুনে। সন্ধ্যা ঘনিয়ে আসায় বাদী কহিনুর হাস-মুরগী খোপে দিতে যায়। হঠাৎ নাতনি চিৎকার দিলে শাওন দৌড়ে পালিয়ে যায়। ঘরে ঢুকে কাঁদতে দেখে জিজ্ঞাস করলে যৌন হয়রানির কথা জানায়। রাতেই শাওনের অভিভাবককে জানালে তারা সময়ক্ষেপণ করে কোন ব্যবস্থা না নিলে গত ১১জুলাই সদর থানায় মামলা দায়ের করেন। আসামী শাওন পলাতক রয়েছে।

ঝালকাঠি সদর থানার ওসি খলিলুর রহমান জানান, শিশু কন্যাকে শ্লীলতাহানির ঘটনায় সদর থানায় নানি বাদী হয়ে মামলা দায়ের করেন। আসামী পলাতক রয়েছে, তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana