শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শোক সংবাদ : আলহাজ্ব মো. আ. করিম মানিক মাস্টার ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ৩জন নি’হ’ত কাঠালিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ সরকারী কর্মচারীরা প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশগ্রহণ বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা পদক”- ২০২৩ লাভ করেছেন টিএম শাহ্ আলম কাঠালিয়ায় বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আওয়ামী লীগের সমাবেশে : শাহজাহান ওমর দেশের সব থানার ওসি বদলের নির্দেশ ইসির হ্যাডম আছে বিধায় তো নেত্রী আমারে নমিনেশন দিছে : শাহজাহান ওমর
ঝালকাঠিতে নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৪

ঝালকাঠিতে নাগরদোলা থেকে ছিটকে পড়ে আহত ৪

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠি শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে চলছে ১৫ দিন ব্যাপী রুপসীবাংলা মেলা। মেলার নাগরদোলা থেকে ছিটকে পড়ে নারী ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে দুই জনকে শেবাচিমে প্রেরণ করা হয়েছে।

শনিবার (৪মার্চ) রাত তখন পৌনে ১০টায় শহরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত শারমীন আক্তার, লামিয়া মৌ, সিরাজ উদ্দিন, মাইনুল ইসলাম জানান, ‘রাত তখন পৌনে ১০টা। মেলার মাঠের পশ্চিম দিকে চলতে থাকা নাগর দোলাটির গতি হটাৎ বেড়ে যায়। আর তখনই ছয়টি বক্সের দুটি বক্স একটির সথে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট উপর থেকে ছিটকে মাটিতে পরে গিয়ে রক্তাক্ত আহত হয় চারজন।

পুলিশ জানায়, মেলার মাঠের পশ্চিম দিকে চলতে থাকা নাগর দোলাটির গতি হটাৎ বেড়ে যায়। আর তখনই ছয়টি বক্সের দুটি বক্স একটির সাথে আরেকটি লেগে যায়। এতে প্রায় ৩০ ফুট উপর থেকে ছিটকে মাটিতে পরে গিয়ে রক্তাক্ত আহত হন ঝালকাঠি পৌর এলাকার পুরাতন কলাবাগান এলাকার মিন্টু হাওলাদারের ১৩ বছর বয়সী ছেলে নাইম হাওলাদার, সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের কালী আন্দার
গ্রামের আব্দুস শুক্কুরের স্ত্রী মোসাম্মৎ পুতুল বেগম এবং রাজাপুর উপজেলার পুটিয়াখালি গ্রামের ইউনুস হাওলাদারের ছেলে মো. ইদ্রিস আলী হাওলাদারসহ ৪ জন।

মেলার মাঠ থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পুতুল ও ইদ্রিসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করে দেয় চিকিৎসকরা।

ঝালকাঠি সদর হাসপাতালের জরুরী বিভাগে ঐ সময়ে কর্তব্যরত চিকিৎসক নবীন কুন্ডু বলেন, ‘তিন জনই গুরুতর। ছোট শিশুটির মুখমন্ডলের নিচের অংশ ফেটে গিয়ে বেশ রক্ত ঝরেছে। নারীর শরীরে যন্ত্রনা হচ্ছিলো তার ব্লাড পেসার ডাউন হয়ে গেছে আর ইদ্রিস নামের আহত ব্যক্তির পায়ে জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আমরা দুজনকে দ্রুত বরিশাল পাঠিয়েছি।’

এদিকে দুর্ঘটনার পর নাগরদোলা ও মেলা কর্তৃপক্ষ কেউই উদ্ধার কাজ বা হাসপাতালে আসেননি এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে আহতদের খোঁজ নিতে রাতেই হাসপাতালে আসেন জেলা প্রশাসক ফারহা গুল নিঝুম এবং সিভিল সার্জন এইচ.এম জহিরুল ইসলাম।

জেলা প্রশাসনের পক্ষ থেকে গনমাধ্যাম কর্মীদেরকে জানানো হয়, এমন দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি।

তবে বিষয়টি মেলা কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অকেই ক্ষোভ জানিয়েছেন। এ মেলায় দর্শনার্থীদের জন্য সনাতন পদ্ধতিতে স্যালো ইন্জিন দিয়ে দুটি নৌকা এবং একটি নাগরদোলা চালানো হচ্ছিলো যা খুবই ঝুকিপুর্ন বলেও জানিয়েছেন মেলায় আসা দর্শক নান্টু হাওলাদার।

খুলনার চামেলী ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া পক্ষকাল ব্যাপী মেলাটি আগামী ১০ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana