শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:২৪ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
“নিরাপদ ধরিত্রী সবুজ অরন্য, নিশ্চিত করবে দূর্জয় তারুন্য”এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জলবায়ু সুরক্ষায় ও সুবিচারের দাবিতে প্রতীকী জলবায়ু ধর্মঘট ও সাইকেল যাত্রার আয়োজন করেন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ঝালকাঠি টিম৷ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে জলবায়ু বিপর্যয় এর প্রভাব তুলে ধরেন বক্তারা ৷
ঝালকাঠি ইয়ুথনেট টিমের সহ-সমন্বয়ক সিরাজুল ইসলাম বলেন , জলবায়ু পরিবর্তন হবে এটা স্বাভাবিক ৷ কিন্তু এটা অপরিমিত মাত্রায় হচ্ছে ৷ এই অপরিমিত মাত্রায় পরিবর্তন এর জন্য দায়ী কারা ৷ কারো ভালো থাকা কোনভাবে কারো বাঁচার হুমকি হতে পারে না। বাঁচার অধিকার সবার আছে। বিশ্বের ধনী দেশগুলা ভালো থাকতে জলবায়ুর ক্ষতি করছে।
জলবায়ুর ক্ষতিকর প্রভাবে ভুগতে হচ্ছে আমাদের মতো বদ্বীপ রাষ্ট্র ও মানুষের। উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনের প্রতিটি বিষয় জলবায়ু দ্বারা প্রভাবিত হচ্ছে। এই বর্ষার পর প্রায় প্রতিটি নদীতে ভাঙন দৃশ্যমান ঝালকাঠিতে। স্থানীয় মানুষ এবং যুবদের চাওয়ায় সাড়া দিয়ে প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছে। মানুষের দুর্ভোগ দূর হলেও উপকূলীয় মানুষ দুর্ভাগ্য থেকেই যাচ্ছে।
প্রতিবছর এভাবে মেরামত করতে করতে নতুন উন্নয়ন সম্ভব হচ্ছে না। জলবায়ু ফান্ডের বেশিরভাগ খরচ যাচ্ছে মেরামত কাজে। ঝালকাঠি ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সহ-সমন্বয়ক খুরশিদ জাহান বলেন, জলবায়ু পরিবর্তনের কুপ্রভাবে বাংলাদেশ যে পরিমাণ ক্ষতির সম্মুখীন হচ্ছে তার জন্য বিশ্বনেতাদের কাছ থেকে যে ক্ষতিপূরন পাওয়ার কথা তা দিচ্ছে না ৷
জলবায়ু তহবিলের নিশ্চিত বাস্তবায়ন করতে আমাদের যুবদের এগিয়ে আসতে হবে ৷ এরপরে শুভেচ্ছা ও সমাপ্তি সুচক বক্তব্যে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস জেলা সমন্বয়ক তন্ময় চন্দ অভি বলেন, আমাদের দাবি জলবায়ু সুবিচারে প্যারিস চুক্তির যথাযথ বাস্তবায়ন করতে হবে ৷
অনিশ্চিত আশা দেখানো যাবে না ৷ আমরা ক্ষতিপূরণ নয় স্থায়ী সমাধান চাই৷ তিনি তার বক্তব্যে আরো বলেন, আমাদের নিজ উদ্যোগে জলবায়ু সুরক্ষায় কাজ করতে হবে ৷ আমরা আমাদের একবার ব্যবহৃত যে প্লাস্টিক রয়েছে সেগুলো বর্জন করতে হবে ৷ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে৷ এসময় ঝালকাঠি ইয়ুথ নেট টিমের সদস্য শুভ নন্দি , হাফিজা আক্তার, রনি চন্দ্র, লামিয়া আক্তার, বৃষ্টি দত্ত, টুটুল চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন ৷