শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৩:৪৬ অপরাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরের চিহ্নিত মাদক কারবারি মো. রেজাউল করিম টুটুল (৩৫) কে গ্রেপ্তার করেছে ঝালকাঠি গোয়েন্দা (ডিবি) সদস্যরা।
রবিবার রাতে রাজাপুর উপজেলা সদর ইউনিয়নের বলাইবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাকে তল্লাশী করে তার কাছ থেকে দুইশত গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে ডিবি পুলিশ।
রেজাউল করিম টুটুল রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ইন্দোপাশা গ্রামের আব্দুল হক হাওলাদারের ছেলে। পুলিশ পরিদর্শক মো. মাঈনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজাপুর থানায় রেজাউল করিম টুটুলের বিরুদ্ধে ১৭অক্টোবর রবিবার রাতে একটি মামলা রুজু করে ১৮অক্টোবর সোমবার সকালে তাকে ঝালকাঠি আদালতে সোপর্দ করা হয়েছে।