শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৪৫ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের নব ঘোষিত কমিটির পদ বঞ্চিরা মানববন্ধন করেছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজাপুর-ভান্ডারিয়া সড়কের গালুয়া বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস তালুকদার, সাবেক সহ সভাপতি সজল তালুকদার, সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাব্বির হাওলাদার ও সাবেক প্রচার সম্পাদক আল-মামুন প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, নৌকার পক্ষে নির্বাচন করা দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে রাতের আধারে পকেট কমিটি ঘোষণা করেছে উপজেলা ছাত্রলীগ। দ্রুত কাউন্সিলের মাধ্যমে কমিটির করার দাবিও করা হয় মানববন্ধন কর্মসূচির মাধ্যমে।