শনিবার, ০৩ Jun ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন

কাঠালিয়া কঠোর লকডাউনে জনশূন্য! কঠোর অবস্থানে প্রশাসন

কাঠালিয়া কঠোর লকডাউনে জনশূন্য! কঠোর অবস্থানে প্রশাসন

বিশেষ প্রতিনিধি:

করোনার সংক্রমণ রোধে বুধবার (১৪ এপ্রিল) থেকে সারাদেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে। আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত চলবে এ লকডাউন চলবে।

এদিকে সকাল থেকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন সড়কে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নিতে দেখা গেছে।

সড়কে নেই কোনো গণপরিবহন। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ‘কঠোর লকডাউন’ কার্যকর করার জন্য পুলিশ ও উপজেলা প্রশাসন তৎপর রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার লকডাউনের প্রথম দিনে বিভিন্ন হাট-বাজারে ব্যবস্থা প্রতিষ্ঠান ও পথচারীদের স্বাস্থ্য বিধি না মানা, মাস্ক না পড়ার অপরাধে অর্থ দন্ড দিয়েছেন।

উল্লেখ্য, এ দফায় সর্বাত্মক লকডাউন কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধি নিষেধে বলা হয়েছে, ‘অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোন ভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

 

 

Print Friendly, PDF & Email

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন







All rights reserved@KathaliaBarta-2021
Design By Rana