শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ৬ ডিসেম্বর ১৯৭১ সালে কাঠালিয়া উপজেলা হানাদার মুক্ত হয়।
এ উপলক্ষে আজ বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, মো. শাহজাহান জমাদ্দার, মো. আলতাফ হোসেন মৃধা, মো. ইউসুফ আলী বক্স, মো. ইউসুফ আলী মাস্টার, মো. মোশারেফ হোসেন, নারায়ন কাঞ্জি লাল বাবুল ঠাকুর, মুক্তিযোদ্ধা সন্তান মো. কাজল সিকদার, সাংবাদিক ফারুক হোসেন খান প্রমূখ।
সভায় উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত থেকে ৬ ডিসেম্বর ১৯৭১ সালের কাঠালিয়া হানাদার মুক্ত দিবসের স্মৃতিচারন করেন।
আরও পড়ুন : কাঠালিয়ায় উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের গণপদত্যাগ