শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
সাকিবুজ্জামান সবুর:
ঝালকাঠির কাঠালিয়ায় গাছ থেকে পড়ে মো. টিপু হাওলাদার (৩৮) নামের এক যুবকের মৃ’ত্যু হয়েছে। আজ রবিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নি’হ’ত মো. টিপু হাওলাদারের আওরাবুনিয়া গ্রামের আলম হাওলাদারের ছেলে ও গাছ কাটা শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ রবিবার সকাল ১০টার দিকে তিনি নিয়মিত কাজের অংশ হিসেবে বড় বাড়ি জাঙ্গালিয়া মাদ্রাসার কাছে অবস্থিত একটি বাড়িতে গাছ কাটতে যান। গাছে উঠে ডাল কাটার সময় হঠাৎ করে তিনি পা পিছলে গাছ থেকে নিচে পড়ে যান। পরে তার ভাই ও স্থানীয় লোকজনের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মৃত্যু হয়।