রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৬ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটির উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সহিদ খান ও কৃষক দলের সভাপতি আব্দুস সত্তার পিন্টুর বিরুদ্ধে তালতলা বাজারের বিভিন্ন দোকান ও সরকারি স্টলের ব্যবসায়ী ও ইজারাদারদের কাছ থেকে চাঁদা নেয়ার অভিযোগের সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার বিষয়টি নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুর রহমান খান হেলাল ও সাধারণ সম্পাদক মো. সেলিম গাজীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে গত (১৪ অক্টোবর) “ঝালকাঠিতে বিএনপির দুই নেতার বিরুদ্ধে চাঁদ নেওয়ার অভিযোগ” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এরপর উপজেলা ও জেলার বিএনপির সভাপতি সম্পাদকসহ সবার নজরে আসার পরে চাঁদা নেওয়ার ঘটনার নিরেপক্ষ সুষ্ঠ তদন্ত করার জন্য এই কমিটি গঠন করা হয়।
এ বিয়ষে নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলাল বলেন, চাঁদা নেওয়ার বিষয়টি বিভিন্ন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরে ৪ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করে তাদের ৩ দিনের মধ্যে সুষ্ঠ তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার পর দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।