মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ই’য়া’বা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

ঝালকাঠিতে ই’য়া’বা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

ঝালকাঠিতে ই’য়া’বা গিলে ফেলেও রক্ষা পেলো না মাদক কারবারি

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে যৌথবাহিনীর মাদক বিরোধী অভিযানের বিষয় টের পেয়ে তুহিন হাওলাদার (৩৮) নামে এক মাদক কারবারি পলিথিনে মোড়ানো পোটলা ইয়াবা ট্যাবলেট গিলে ফেলেন। এসময় রোজি আক্তার (২৬) নামে এক নারী মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের কাছে থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২০ অক্টোবর) বিকেলে ৫ টার দিকে ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।পরে তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তুহিন হাওলাদারকে ১ বছরের ও রোজি আক্তারকে ৭ দিনের কারাদণ্ড দেন ঝালকাঠি সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

কারাদণ্ড প্রাপ্ত তুহিন হাওলাদার শহরের পালবাড়ি এলাকার আদম আলী হাওলাদারের ছেলে ও রোজি আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার রুহুল আমিনের মেয়ে।

সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন,ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ২০০ টাকা আর যাকে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

কাঠালিয়া বার্তা’য় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন : মোবাইলঃ ০১৮৪২২৫৩১২২












All rights reserved@KathaliaBarta 2023
Design By Rana