শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১২:০৪ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ায় ৩৩৩ নম্বারে কল দিয়ে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন সদর ইউনিয়নের অসহায় ৩৩ পরিবার।
বুধবার ইউনিয়ন পরিষদ থেকে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফল চন্দ্র গোলদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহম্মেদুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, মো. মাহমুদ হোসেন রিপন, মো. আমিরুল ইসলাম ফোরকান, মো. হারুন অর রশিদ, মো. মিঠু সিকদার, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তৈল, আটা, চিনি, চিড়া, নুডুল্স ও লবণ প্রদান করা হয়।