মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৩ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চলমান লকডাউনে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।
আজ সোমবার দুপুরে কাঠালিয়া বাসস্ট্যান্ড, আমরিবুনিয়া ও আমুয়া গ্রামের বিভিন্ন বাড়ী বাড়ী গিয়ে স্বাস্থ্য বিধি অনুসরণ করে এ সব দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেন ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের বরিশাল এরিয়ার সেনা সদস্যরা।
সেনা কর্মকর্তা এসডবিøউও ফিরোজসহ সেনা সদস্যরা এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, আটা ও লবণ প্রদান করা হয়েছে। এ সময় স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।