মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
বার্তা ডেস্ক:
‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা সুশাসনের জন্য নাগরিক- সুজনের সভাপতি অধ্যাপক আবদুল হালিমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম, পিএফজি’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ও উপজেলা সুজনের সাধারন সম্পাদক মো. ফারুক হোসেন খান, জেলা পরিষদ সদস্য ও প্রধান শিক্ষক এসএম আমিরুল ইসলাম লিটন সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জালালুর রহমান আকন, জেলা পরিষদ সদস্য মো. শাখাওয়াত হোসেন অপু, অধ্যাপক রুস্তুম আলী খান, বীরমুক্তিযোদ্ধা নারায়ন কাঞ্চিলাল বাবুল ঠাকুর প্রমুখ।
অনুষ্ঠিত মানববন্ধনে সুজন-সুশাসনের জন্য নাগরিক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, বিকশিত নারী নেটওয়ার্ক ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার ও পিস ফেসিলেটর গ্রæপ-পিএফজি’র সদস্যরা অংশনেয়।