শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়ার আমুয়ায় মুজিব বর্ষ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকালে স্থানীয় আমুয়া পূর্ব পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় নেল বন্ধু মহল একাদশকে হাড়িয়ে আমুয়া পূর্ব পাড় একাদশ বিজয়ী হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। বিশেষ অতিথি ছিলেন আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমুয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজ রহমান মুকুল, মসিউর রহমান, সাইফুল ইসলাম শাহিন, হানিফ তালুকদার, মাহবুব তালুকদার, সঞ্জয় রায় প্রমুখ।
মুজিব বর্ষ উপলক্ষে এ খেলার আয়োজন করেন আনোয়ার সরদার ও ফাহিমুল ইসলাম।