শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন
বার্তা ডেস্ক:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫টায় বীর মুক্তিযোদ্ধা সিকদার মো. ফারুক স্মৃতি সংসদের সভাকক্ষে জাতীয় সম্মেলনকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ শাখাওয়াত হোসেন অপু।
অনুষ্ঠিত সভায় আগামী ২৭ অক্টোবর ঢাকায় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের জাতীয় সম্মেলন ও ১৬ নভেম্বর ঝালকাঠি জেলা সন্তান কমান্ডের সম্মেলন এবং কাঠালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তানদের তথ্য হালনাগাত করন বিষয়ে আলোচনা করা হয়েছে।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মো. মঈনুল হোসেন উজ্জ্বল জমাদ্দারের সঞ্চালনায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের উপদেষ্টা ও কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি সিকদার মোঃ কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহ সভাপতি মো. শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহসান জাকির, দপ্তর সম্পাদক রাজিব মিস্ত্রী, ইউনিয়ন পর্যায়ের আহবায়ক, যুগ্ম আহবায়ক সহ সদস্যরা উপস্থিত ছিলেন।