মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় কায়েদাবাদ হাফিজুর রহমান তাহফিজুল কুরআন মাদ্রাসার হেফজ ও নাজেরা বিভাগের উদ্যোগে নাজেরা ছাত্রদের ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়ছে।
মঙ্গলবার বিকালে মাদ্রাসার সভাকক্ষে ছাত্রদের এ ছবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ নুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, মাওলানা মোঃ খাইরুল আমিন ছগির, মোঃ মিজানুর রহমান, জালালুর রহমান, শিক্ষক নুরুন্নবী, মোঃ মিজানুর রহমান সোহাগ ও অভিবাবক মোঃ শাহারুম মাস্টার।
অনুষ্ঠানে ছাত্রদের ছকব প্রদান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মোঃ আব্দুল কাদির।